Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কখনো হতাশ হবেন না । @LIFE BLOG.

কখনো হতাশ হবেন না ।  @LIFE BLOG.


  'কখনোই হতাশ হবেন না'  

 
১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন ।


২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না ।
মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ।


৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার
শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না। 
মনে রাখবেন, হজরত ইউনুস আ: মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন ।


৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে পড়বেন না, এসবে কান দিবেন না । 
মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (রা:) এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল ।

৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না । 
মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন ।

৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না । 
স্মরণ করুন, হজরত আদম (আ:) কে প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল ।

৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হজরত নুহ (আ:) এর কথা, যিনি অসময়ে কিস্তি/নৌকা তৈরি করেছিলেন ।

৮) যখন আপনি পরিবার, আত্মীয় - সজন, বন্ধু - বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙ্গে পড়বেন না ।
স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স:) এর কথা, যিনি তাঁর আপনজনের হাসি - তামাশার পাত্রে পরিণত হয়ে ছিলেন ।

আল্লাহ্ তায়ালা তার প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন । এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মাহ ধৈর্য ধারণ করতে পারে, 
কষ্ট সহ্য করতে পারে ।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ---
@Life Blog (Mr Modhu)

Post a Comment

0 Comments