Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বাংলা ব্লগের জন্য কোন এসইও টুলটি ভালো হবে? @LIFE BLOG.

বাংলা ব্লগের জন্য কোন এসইও টুলটি ভালো হবে?

বাংলা ব্লগের জন্য কোন এসইও টুলটি ভালো হবে  @LIFE BLOG.

ব্লগার দের জন্য জরুরি ৫ টি অনলাইন ব্লগিং টুল – 2023

এখান থেকে কয়েক দিন আগে আমর ব্লগে অনেক ব্লগাররা কমেন্টের জানতে চেয়েছেন জনপ্রিয় ব্লগিং টুল গুলোর সম্পর্কে। আজকে আমি তাদের জন্য এই আর্টিকেল লিখেছি।

তাই আজকে আমি আপনাদের বলবো অনলাইন ব্লগিং টুল সম্পর্কে।

এই আর্টিকেলের মাধ্যমে আমি ব্লগারদের বলবো এমন ৫ টি অনলাইন ফ্রি টুলসস বা ওয়েবসাইট সম্পর্কে, যেগুলোর ব্যাপারে একজন ব্লগার হিসাবে আপনাকে জানা অনেক গুরুত্বপূর্ণ।
তাছাড়া, প্রায় সকল ব্লগাররা এই ৫ টি অনলাইন ব্লগিং টুল গুলো ব্যবহার করেন। মনে রাখবেন, ব্লগিং করা বা একটা ব্লগে কাজ করা মানে শুধু ব্লগে আর্টিকেল লেখা নয়।

আর্টিকেল লেখার পাশাপাশি একজন ব্লগারকে অনেক ধরনের কাজ করতে হয়।

যেমন- ব্লগের আর্টিকেলের জন্য সুন্দর ও আকর্ষনীয় ছবি তৈরি করা, আর্টিকেল লেখার আগে কীওয়ার্ড রিসার্চ করা,

ব্লগের আর্টিকেল গুলো এসইও (SEO) করা এবং ব্লগের লোডিং স্পিড এর দিকে বিশেষ নজর দিতে হবে।

আমি উপরে যে কাজ গুলোর কথা বললাম সেই কাজ গুলো করার জন্য আপনার প্রয়োজন হবে বিভিন্ন ধরনের টুলস (tools) এর।

তাই নিচের ৫ টি online blogging tools ব্যবহার করে, ব্লগিং বা ব্লগ এর সাথে জড়িত বিভিন্ন ধরনের কাজ গুলো করতে পারবেন।

নিচে যে টুল গুলোর বিষয়ে আমি আপনাদের বলেছি, সেই প্রতিটা টুল গুলো আমি নিচে ব্যবহার করি।

এবং একজন প্রফোসানাল ব্লগার হিসাবে আপনাদের এই প্রয়োজনীয় টুলস গুলো ব্যবহার করা অবশ্যই জরুরি।

ব্লগারদের জন্য জরুরি ৫ টি অনলাইন ব্লগিং টুল (Blogging tools)

নিচের প্রতিটা অনলাইন টুলস (online blogging tools) গুলো আপনারা সম্পর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়া প্রতিটা টুলের কাজ কি এবং কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কেও বিস্তরিত ভাবে জানিয়ে দিবো।

১. Google keyword planner

আপনাকে ব্লগে আর্টিকেল লেখার আগে অবশ্যই ভালো করে কীওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনি যদি কীওয়ার্ড রিসার্চ না করে ব্লগে আর্টিকেল লিখেন তাহালে বড় ভুল করবেন।

মনে রাখবেন, গুগল সার্চ থেকে ব্লগে ভিজিটর্স কম আসার প্রধান কারণ এটা।
এজন্য ব্লগে আর্টিকেল লেখার আগে অবশ্যই ভালো করে কীওয়ার্ড রিসার্চ করে নিবেন।
কীওয়ার্ড রিসার্চ এমন একটি প্রক্রিয়া যেখানে ব্লগের আর্টিকেলের সাথে জড়িত কিছু লাভ জনক কীওয়ার্ড আইডিয়া খুঁজে পেতে সাহায্য করে।

এই লাভজনক keyword মানে এমন কয়েকটি কীওয়ার্ড যেগুলোর প্রতিমাসে প্রচুরসংখ্যক মানুষরা গুগলে সার্চ করেন।
এখন গুগল সার্চ ইঞ্জিনে মানুষরা কোন বিষয়ে সার্চ করছে সেটা কিভাবে খুঁজে বের করবো?
এটার সহজ উপায় হলো – Google keyword planner tools.

গুগলের এই ফ্রি টুল ব্যবহার করে আপনি যেকোনো কীওয়ার্ড বা শব্দ লিখে সেটা চেক করে দেখতে পারবেন,
প্রতিমাসে গুগল সার্চ ইঞ্জিনে কতবার মানুষরা সার্চ করছেন সেই সঠিক তথ্য আপনি পেয়ে যাবেন।
তাছাড়া, আপনি যেকোনো দেশ সিলেক্ট করে কীওয়ার্ড লিখে চেক করে দেখতে পারবেন, সেই দেশ থেকে গুগলে কত জন মানুষরা সার্চ করছে।
তাছড়া গুগল কীওয়ার্ড টুলের আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো,

আপনি যে কীওয়ার্ড লিখে সার্চ করবেন, সেই কীওয়ার্ডের সাথে মিল লেখে অনেক গুলো keyword ideas দিয়ে দিবে।
এভাবে আমি আর্টিকেলের সাথে মিল লেখে অনেক ধরনের নতুন নতুন আর্টিকেল টফিক পেয়ে যাবেন।

কিভাবে Google keyword planner ব্যবহার করবেন?

Google keyword planner tools এই লিংকে গিয়ে নিজের জিমেইল একাউন্ট লগইন করুন। তারপরে tools & settings অপশনে ক্লিক করে planning ট্যাব সিলেক্ট করুন।

এবার keyword planner নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনি keyword planning dashboard দেখতে পাবেন।

সেখানে নিজের দেশ সিলেক্ট করে ফাঁকা বক্সে কীওয়ার্ড লিখে সার্চ করুন।

২. Gtmetrix

আপনারা হয়তো জানেন একটি ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড যতটা কম হবে, ততোটা কম সময়ে ব্লগ বা ওয়েবসাইট লোড হবে।
এর ফলে গুগল সার্চ ইঞ্জিনের চোখে আপনার ওয়েবসাইটের রেংক বৃদ্ধি পাবে।

মনে রাখবেন, একটি স্লো লোডিং ওয়েবসাইট কখনো গুগল ভালো পায় না। যার ফলে গুগল সার্চ ইঞ্জিন থেকে আসা ট্রাফিক বা ভিজিটর্স কমে যায়।

এখন আপনি যদি প্রশ্ন করেন, আমার ওয়েবসাইটের লোডিং স্পিড কিভাবে চেক করবো?
এই প্রশ্নের সঠিক উত্তর হলো – Gtmetrix website

এই Gtmetrix টুল বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিজের বা অন্যদের ব্লগ বা ওয়েবসাইট গুলোর লোডিং স্পিড চেক করে নিতে পারি।

আপনি যেকোনো ব্লগের “URL address” লিখে “test your site” অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড দেখিয়ে দিবে।

মনে রাখবেন, Gtmetrix এর performance score A থেকে C এর মধ্যে থাকা ভালো। এবং পেজ লোডিং টাইম (page loading time) ৫ সেকেন্ডের মধ্যে থাকা ভালো।
যদি এই গুলোর মধ্যে থাকে তাহালে বুঝবেন ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো আছে।

তবে, এর নিচে যদি আপনার ওয়েবসাইটের স্কোর চলে আসে, তাহালে অবশ্যই আপনাকে কিছু জিনিসে কাজ করতে করতে হবে।

কি কারণে আপনারা ওয়েবসাইটের লোডিং স্পিড বেশি সেটা জানতে Waterfall অপশনে গিয়ে সঠিক ভাবে দেখতে পারবেন।

এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ওয়েবসাইটের লোডিং স্পিড স্লো হওয়ার কারণ গুলো জেনে, সেই বিষয়ের উপর কাজ করে নিজের ব্লগ বা ওয়েবসাইটের লোডিং স্পিড ভালো করে নিতে পারবেন। শতকরা ৯০% প্রফেশনাল ব্লগাররা এই টুল ব্যবহার করেন।

৩. Canva

প্রতিটি ব্লগার দের জন্য canva.com অনলাইন টুল বা ওয়েবসাইট অনেক কাজের একটি টুল। canva ব্যবহার করে আপনারা
নিজের ব্লগের জন্য সম্পর্ন ফ্রিতে সুুন্দর ও আকর্ষণীয় লোগো (Logo) তৈরি করতে পারবেন।

এছাড়া, আরো বিভিন্ন ধরনের infographic, thumbnail, image, poster সম্পর্ন ফ্রিতে এই ক্যানভা অনলাইন টুলের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন। আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হয়ে থাকেন, তাহালে এই canva অনলাইন টুল আপনার জন্য অনেক কাজের বলে প্রমাণীত হতে পারে।

৪. Ubersuggest

একজন ব্লগার হিসাবে আপনার বিভিন্ন ধরনের SEO বা keyword research tool গুলো অবশ্যই ব্যবহার করতে হয়। কিন্ত এই সকল অনলাইন টুলস গুলো প্রায় সব পেইড এবং দাম অনেক বেশি।

তাই, এক্ষেত্রে Ubersuggest free seo tool আপনার অনেক কাজে আসতে পারে। এই অনলাইন টুলটি আপনার পেইড টুলের মতো কাজ করবো। যেমন- SEO analyzer, keyword research, site audit, backlink checker, content ideas ইত্যাদি।

আপনার কম্পেটিটর ওয়েবসাইটে কতটা ট্রাফিক আসছে, কোন কোন ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক পেয়েছেন, কোন কোন কীওয়ার্ড গুলো থেকে আপনার ওয়েবসাইট রেংক করছে, এই সব কিছু জেনে নিতে পারবেন এই Ubersuggest seo tool ব্যবহার করে।

অনেক ভালো ভালো paid SEO tools এর তুলনায় Ubersuggest অনেক ভালো কাজ করে এবং সঠিক তথ্য প্রদান করে। তাই একজন ব্লগার হিসাবে এই টুল আপনার অনেক কাজে আসতে পারে।

৫. Compress JPEG

আপনি যেহেতু একজন ব্লগার সেক্ষেত্রে আপনাকে অনেক ধরনের আর্টিকেল লেখা লাগতে পারে।

এই বিভিন্ন ধরনের আর্টিকেল গুলো লেখার জন্য আপনাকে বিভিন্ন সময়ে অনেক ধরনের ছবি বা স্কিনশর্ট সেখানে দিতে হতে পারে।

কিন্ত, আপনি আর্টিকেলে যত বেশি ছবি যুক্ত করবেন ততটা বেশি লোডিং বৃদ্ধি পাবে। যেকারণে আপনার ওয়েবসাইট বা আর্টিকেল পেজের লোডিং স্পিড অনেক স্লো হয়ে যাবে।
তাই, যাতে আপনার আর্টিকেলে আপলোড করা ছবিতে আর্টিকেলের পেজের লোডিং স্পিড স্লো না হয়ে যায়, সে জন্য ছবি গুলো আপলোড করার আগে অবশ্যই কমপ্রেস করে নিতে হবে।

যেকোনো ছবিকে কমপ্রেস করে ছবির সাইট অনেক বেশি কমিয়ে নেওয়া যায়। আর ছবি কমপ্রেস করার জন্য আমরা এই Compress jpeg টুল বা ওয়েবসাইটটি ব্যবহার করতে পারি।

এই অনলাইন টুল বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি একবারে ২০ টি ছবি কমপ্রেস (compress) করে ছবি গুলোর সাইজ অনেক কমিয়ে আনতে পারবেন।

এটার পাশাপাশি আমি আরো একটি অনলাইন টুলস বা ওয়েবসাইট ব্যবহার করি, 
যেটার নাম হলো compressnow.com


    সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। 
ধন্যবাদান্তেঃ--- @Life Blog (Mr Modhu)

Post a Comment

0 Comments