Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ইংরেজিতে ভালো মানের ব্লগ লিখলে কি মাসে 500$ আয় করা সম্ভব? @LIFE BLOG.

ইংরেজিতে ভালো মানের ব্লগ লিখলে কি মাসে 500$ আয় করা সম্ভব?


এর থেকেও ভালো ইনকাম করা সম্ভব অর্থাৎ আরো একটি 0 অথবা আরও দুটি 0 যোগ করে দেওয়া যেতে পারে উল্লেখিত সংখ্যার সাথে।

 

ইংরেজিতে কাউকে দিয়ে ভালো মানের ব্লগ লেখালে কি মাসে 500$ আয় করা সম্ভব @LIFE BLOG.

আপনি ব্লগিং করুন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করুন, পুরো বিষয়টাকে একটি সিনেমার সাথে কল্পনা করুন। 

আপনি হচ্ছেন পরিচালক আপনার কাছে আছে পুরো আইডিয়া এবং অ্যাকশন প্ল্যান। 

কাস্টিং, কাহিনী থেকে শুরু করে প্রি-প্রোডাকশন পোস্ট-প্রোডাকশন সবকিছু ভালো হলে একটি সিনেমা দর্শকের সামনে ভালো ফলাফল করে।


অবশ্যই কাউকে দিয়ে কিছু না কিছু কাজ করিয়ে নিতে হবে একটি উদ্দেশ্য কে হাসিল করার জন্য, 

সবাইকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে সব থেকে ভালো ভাবে এবং আপনার থাকতে হবে সব থেকে বেশি স্পষ্টতা যে আপনি কি উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছেন?


ডিজাইন, কনটেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং বিজনেস অপারেশন সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে তাহলে একটি ব্লগ সফল হবে।


কলাকৌশল গুলোকে এমন ভাবে নিতে হবে যে, পাঠক কেন আপনার ব্লগ পড়তে আসবে? এই বিষয়টি পরিষ্কার রাখতে হবে।


২০% আর্টিকেল অথবা সেবা এমন দিতে হবে যা আমার কম্পিটিশনের কাছে যাতে না থাকে, বাকি ৮০% মিলে যাক তাতে কোন সমস্যা নেই।


আমি যেটা কে বিশ্বাস করি সেটা হচ্ছে আগে কাস্টমারকে নিয়ে আসতে হবে এমন কিছু ভ্যালু প্রদান করার মাধ্যমে, তারপর কিভাবে টাকা ইনকাম করব সেটার জন্য কাজ করে যেতে হবে?


যেমন:

আপনি যদি ফ্যাশন ডিজাইন সম্পর্কে অনেক ভালো বুঝে থাকেন, ফ্যাশন ডিজাইন নিয়ে একটি ব্লগ চালু করে দেওয়া উচিত।


কনটেন্ট মার্কেটিং অর্থাৎ ব্লগিংয়ের মাধ্যমে আপনাকে কাস্টমার নিয়ে আসতে হবে, তারপর ফ্যাশন ডিজাইন সংক্রান্ত বেশকিছু ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করে উপরের উল্লেখিত সংখ্যার থেকে ($500) তিন চার গুণ বেশি অর্থ উপার্জন করা যাবে।


উপরের বাক্যে আমি মনিটাইজেশন অর্থাৎ আপনি কিভাবে অর্থ উপার্জন করবেন এর শুধুমাত্র একটি উদাহরণ দিয়েছি, এরকম আরো ১৫/২০টি উদাহরণ আছে যা আপনি একটি ব্লগিংয়ের মাধ্যমে বেশি অর্থ উপার্জন করতে পারবেন।


ধন্যবাদ 🙏




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ---
@Life Blog (Mr Modhu)


Post a Comment

0 Comments